২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৬:০৯ অপরাহ্ন
গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালাল আসামি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালাল আসামি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০) নামে এক আসামিকে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর ২টায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে। এ ঘটনার পরপরই ওই এলাকায় কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে খুঁজছে তাকে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন প্রকাশ বয়াতিকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায়। হ্যান্ডকাপ পরানো অবস্থায় ওই অনেক মানুষের মধ্য থেকে আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আসামি ইসমাইল হোসেন বয়াতি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৩-৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। 

অভিযানকারী এএসআই রবিউল জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি তার সহযোগীদের সহায়তায় পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

শেয়ার করুন