২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫৫:২০ অপরাহ্ন
সিডন্সের চোখে বাংলাদেশ 'তরুণ' দল
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২২
সিডন্সের চোখে বাংলাদেশ 'তরুণ' দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে সাকিব আল হাসান ছাড়া বাকি প্রতিষ্ঠিত সিনিয়র ক্রিকেটাররা নেই। তবে লিটন, মুস্তাফিজুর, মিরাজরা এখন তরুণও নন। তবুও এই দলটিকে তরুণ দল হিসেবেই আখ্যা দিচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। এই দলটিকে নিয়ে তিনি অনেক আত্মবিশ্বাসী। তার মতে অনেকের জন্য ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ হবে শেখার মঞ্চ।


দুই দিনের বিশ্রামের পর আজ থেকে অনুশীলনে নেমেছেন সোহানরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা প্রথম অনুশীলন করেছেন তারা। যদিও অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা। আজ ক্রাইস্টচার্চে পৌঁছাবেন অধিনায়ক। কাল দলের সঙ্গে মাঠে যেতেও পারেন তিনি।


দলের অনুশীলন শেষে কোচ সিডন্স জানান, তাদের দলটি বেশ তরুণ, 'আমরা দুবাই থেকে এসেছি। সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহ খানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।'


সিডন্স তরুণ বললেও বাংলাদেশ দলটাকে এখন আর তরুণও বলা যাচ্ছে না। স্কোয়াডের সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হাসান মাসুদের বয়স ২২ বছর। সবচেয়ে বেশি বয়স অধিনায়ক সাকিবের ৩৬ বছর। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের গড় বয়স ২৭ এর বেশি।


নিউজিল্যান্ডে এখন তীব্র ঠান্ডা। দুবাইয়ের গরম থেকে এসে কিভাবে মানিয়ে নিচ্ছেন টাইগাররা, এমন প্রশ্নে সিডন্স জানালেন, 'আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে খুব ভালো ঠান্ডা আবহাওয়ায় এসেছি। কন্ডিশন একই থাকবে অস্ট্রেলিয়ার। এখানকার উইকেট, ইনডোর খুবই ভালো। এজন্য আমরা এখানে এসেছি। প্রাক মৌসুমের অস্ট্রেলিয়ার সঙ্গে এখানকার খুব মিল আছে।'


এশিয়া কাপ থেকে ওপেনিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ। যেখানে মেকশিফট ওপেনার হিসেবে সাব্বির-মিরাজকে দিয়ে কাজ চালাচ্ছে বাংলাদেশ দল। সিডন্স জানাচ্ছেন, ত্রিদেশীয় সিরিজেও ওপেনিংয়ে থাকবেন সাব্বির-মিরাজ। লিটনকে নিচে নামানোর আভাস দিয়ে সিডন্স বলেন, 'সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদীপ্ত।'

শেয়ার করুন