যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে কি না তা নিয়ে রুশ খুলেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির সানডে মর্নিং প্রোগ্রামে আন্দ্রেই কেলিন বলেন, তিনি বিশ্বাস করেন না যে তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
ক্লাইভ মাইরির সঙ্গে কথা বলার সময় আন্দ্রেই কেলিন বলেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই এই ধরনের অস্ত্র ব্যবহার করা হবে।
রুশ বাহিনীর বিরুদ্ধে আনা বেসামরিক ব্যক্তিদের ওপর গোলাবর্ষণের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, ইউক্রেনের বুচা শহরে যুদ্ধাপরাধের অভিযোগ ‘বানোয়াট’।
যদিও কেলিনের এসব দাবি ইউক্রেনের ওই অঞ্চলের অসংখ্য প্রত্যক্ষদর্শীর বিবরণের বিরোধী। রুশ বাহিনী তাদের প্রিয়জনদের হত্যা করেছে বলে ওইসব এলাকার বাসিন্দারা বিবিসিকে জানিয়েছে।