০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪০:০১ অপরাহ্ন
ঢাকায় সমাবেশে রাজশাহীর যুবলীগ নেতার মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
ঢাকায় সমাবেশে রাজশাহীর যুবলীগ নেতার মৃত্যু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) নিজ এলাকা রাজশাহী থেকে সমাবেশে এসে যোগ দেন তিনি। রাজশাহী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন বলেন, জিন্নাত আলী হারুন রাজশাহীর মোহনপুর থানার বাকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। প্রচণ্ড রোদের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, ‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। পাশাপাশি স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

শেয়ার করুন