২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩৮:০৬ অপরাহ্ন
প্রাথমিকে বৃত্তি পরীক্ষার তারিখ পেছালো
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২২
প্রাথমিকে বৃত্তি পরীক্ষার তারিখ পেছালো

আগামী ২৯ ডিসেম্বর দেশের কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয়েছে ৩০ ডিসেম্বর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা মাঠপর্যায়ে বিষয়টি জানিয়ে দিয়েছি। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

জানা গেছে, ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ২১ ডিসেম্বরের মধ্যে প্রথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

মহামারীর কারণে গেলো দুই বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম চালু হওয়ায় সমাপনী পরীক্ষা আর নেওয়া হবে না।

শেয়ার করুন