২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:১৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার বিকালে গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটা মামলা করেছি। সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো। সেখানেই আলাপ করবো।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালেই সমসাময়িক ঘটনা নিয়ে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি।

এদিন বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।

এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। 

তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

শেয়ার করুন