নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ শহরে এক ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখল করে পুকুর খনন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের কোমাইগাড়ি দেওয়ানপাড়া মহল্লায় পুকুর খননের এই প্রচেষ্টা চলছে। গতকাল রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তবোগী ঐ সম্পত্তির মালিক মোঃ আনোয়ার হোসেন এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেছেন। কোমাইগাড়ি মৌজায় অবস্থিত উক্ত জমির খতিয়ান নম্বর ২১৯০, জে এল নম্বর ১২২, দাগ নম্বর ১০২৭ ও ১০২৯ ।
সংবাদ সম্মেলনে উক্ত আনোয়ার হোসেন জানান দেওয়ান পাড়ায় তিনি তাঁর শ্বশুর আব্দুস সালামের নিকট থেকে ২০০৬ সালে ৮ শতক জমি ক্রয় করে ৬ শতকের উপর বাড়ি নির্মান করেন। অবশিষ্ট ২ শতক জমির উপর টয়লেটের হাউজ, একটি বড় জলপাই গাছ, একটি বড় রেন্ট্রি কড়াই গাছ, একটি আমগাছ, একটি বেল গাছ, দুইটি পেয়ারা গাছ, একটি মাল্টা গাছ এবং কিছু সুপারি গাছ রয়েছে। ঐ জমির পাশে একই গ্রামের মৃত মোশারফ দেওয়ানের পুত্র মোঃ মিজানুর রহমান মিজান, মনোয়ার হোসেন, মোঃ মিনহাজ হোসেন এবং মৃত মোহসীন দেওয়ানের পুত্র ফরহাদ হোসেন একটি পুকুর খনন করার উদ্যোগ নেয়। পুকুর খনন করতে তারা আনোয়ার হোসেনকে উক্ত দুই শতক জমি ছেড়ে দিতে বলে। আনোয়ার হোসেনকে উক্ত সম্পত্তির বিনিময়ে অংশিদার হিসেবে খাকতে অনুরোধ করে। কিন্তু তিনি রাজী না হওয়ায় গত ১৭ মার্চ ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক তার জমি খনন এবং গাছপালা কেটে ফেলতে শুরু করে। বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে এলোপাথারী মারপিট করে । এতে তিনি গুরুতর জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ সময় তার স্ত্রী দেওয়ান সেলিনা ইয়াসমিন সদর থানায়১৭ মার্চ তারিখেই অবৈধ পুকুর খনন বন্ধসহ আইনগত সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানা এ ব্যপারে কোন পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করলে ১৯ মার্চ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। সেখানেও কোন প্রতিকার না পেয়ে ২১ মার্চ নওগাঁর ১ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ডিবি পুলিশকে মামলাটির তদন্তভার দেন। কয়েকদিন কাজ বন্ধ রাখার পর ২৬ মার্চ তারা পুনরায় পুকুর খনন কাজ শুরু করেছে।
নিজস্ব জমি হওয়া সত্বেও উক্ত আনোয়ার হোসেন তাঁর সম্পত্তি রক্ষা করতে পারছেন না। এ ব্যপারে পুলিশ আইন সবার দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কিছুই করতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। তিনি তাঁর সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।