২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:১৩:০২ অপরাহ্ন
রবিন্দ্র-মিচেলের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৩
রবিন্দ্র-মিচেলের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ২১তম ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের হট ফেভারিট ভাবা হয় এই দুই দলকে। 


বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই নিজেদের প্রথম চার খেলায় টানা জিতে ৮ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় পজিশনে আছে ভারত। 


তবে বিশ্বকাপের গত ২০ বছরের ইতিহাসে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। তাইতো আজ কিউইদের হারাতে মরিয়া বিরাট কোহলি-রোহিত শর্মারা। 


রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। 


আগে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে তারা ইতোমধ্য ১৪৩ বলে ১৪৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন। 


এরিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৭ রান। ৭৪ ও ৬৯ রানে ব্যাট করছেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল।


শেয়ার করুন