ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জমির মালিকের অভিযোগ, স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল এবং তাদের ওপর হামলা চালানো হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মো. শামছুল হক সুমন (৪৫) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিবাদীরা বিরোধ সৃষ্টি করে আসছে।
তিনি জানান, “আমার জমি নিয়ে বিবাদীরা আদালতের রায় উপেক্ষা করে বারবার ক্ষতি করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা আমার ওয়ার্কশপ ভেঙে নতুন স্থাপনা নির্মাণ করছে। বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”
জমির মালিক সুমন আরও জানান, এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখিত বিবাদীরা স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুক্ত।
স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা এইচ এম মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছে।