০৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার, ০৯:৫৩:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৫
রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার

রাজশাহীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে র‍্যাব-৫–এর একটি দল।


গ্রেপ্তার তরুণের নাম মো. তুষার (১৮)। তিনি গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তুষার পেশায় একজন ভ্যানচালক। আজ শনিবার র‍্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


র‍্যাব জানিয়েছে, ধর্ষণের শিকার ওই শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরের একটু আগে সে একটি মাঠে খেলছিল। সেই সময় আসামি শিশুটিকে জলপাই খাওয়ানোর কথা বলে তাঁর ভ্যানগাড়িতে করে গোদাগাড়ী পৌর এলাকায় একটি জঙ্গলের নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। এই কথা বললে মেরে ফেলা হবে, এই বলে হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে বাবাকে সব বলে দেয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। পরে র‍্যাব গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছিল। আসামি পলাতক ছিলেন। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।


শেয়ার করুন