লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য পাঁচজনের নাম জানায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে মারা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোমবার ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।
নিহতের ভাই ওহিদ হোসেন ও বোন জেসমিন বেগম জানান, রাজুর মোবাইলে চার্জ ছিল না। তাই সে ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেয়। এরপর কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছেন।