১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ০২:৪৯:০৮ পূর্বাহ্ন
শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে উর্বশী
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৫
শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে উর্বশী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সবসময় বলিপাড়ায় আলোচনা-সমালোচনায় থাকেন। এবার বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। অভিনেত্রী কোনো কিছু মন্তব্য করলেই বিতর্ক শুরু হয়ে যায়। কয়েক মাস আগে অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে পড়লেন উর্বশী রাউতেলা। 


অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন বলিউড বাদশাহ। তার সিনেমার প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। তবে অভিনেত্রীর দাবি— এ বিষয়ে শাহরুখের পরেই তার নাম উঠে আসে।


উর্বশী নিজের মধ্যেই নিমজ্জিত থাকেন। এমন মন্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া কী জানতে চায় এক অনুষ্ঠানের সঞ্চালক। উত্তরে ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী বলেন, মানুষ এসব বলছে হয়তো। তবে তারা এটিও বলেছে— শাহরুখ খানের পর উর্বশী রাউতেলাই সেরা প্রচারক। উর্বশীর এমন মন্তব্য ঘিরেই হইচই পড়ে যায় নেটপাড়ায়।


এ মন্তব্য শুনে সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— খুবই অদ্ভুত ও। কিন্তু এর কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। আরেক নেটিজেন লিখেছেন—উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনো বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নম্বরে রাখলেন, না হলে তো নিজেকেই শীর্ষে রাখতেন।


এ সাক্ষাৎকারেও একই ধারা বজায় রেখে ‘ডাকু মহারাজ’ সিনেমা নিয়ে কথা বলেছেন উর্বশী। নিজের সিনেমার ভূয়সী প্রশংসা করতে গিয়ে উর্বশী বলেন, ব্যবসার নিরিখে ২০২৫ সালের অন্যতম সিনেমা হলো 'ডাকু মহারাজ'। এ ছবির জন্যই আইএমডিবিতে আমি এক নম্বর তারকা।  


এমন মন্তব্যের জন্য অভিনেত্রী নেটপাড়ায় হাসির খোরাক হন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের ওপর প্রভাব পড়ে।


শেয়ার করুন