২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ০১:৩০:২৩ পূর্বাহ্ন
রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
রাজশাহীতে  চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রফিকুল আলম। চাঁদা দাবি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নৈতিক বিচ্যুতির অভিযোগে তাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


মঙ্গলবার (২১ মে) দলটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এছাড়াও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়েরুজ্জামান শিপনকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।


দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এর আগে, ২০ মে গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপি। দলটির গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

শেয়ার করুন