১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৩:৪৫:২৪ অপরাহ্ন
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৬
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন সে খবার সবারই জানা। যদিও সন্তান জন্মের পর থেকে ছেলের নাম ও ছবি প্রকাশ্যে আনেননি তারা। এতদিন প্রিয় এ জুটির সন্তানের নাম জানার প্রতীক্ষায় ছিলেন অনেকেই।



হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জন্মের মাস দুই পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন ক্যাটরিনা-ভিকি। 


স্যোশাল মিডিয়ায় সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’


 

‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। 


নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 


এছাড়া পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। 


পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।

শেয়ার করুন