২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২০:১৯ অপরাহ্ন
মেলিতপোলে শক্তিশালী বিস্ফোরণ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
মেলিতপোলে শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মেলিতপোলে সোমবার সকালে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন শহরটির প্রধান ভ্লাদিমির রোগভ।

সোমবার সকালে তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এ তথ্য দিয়েছেন। খবর বিবিসির।

ভ্লাদিমির রোগভ বলেন, শহরের কেন্দ্রস্থলে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। বিস্ফোরণে বেশ কয়েকটি রাস্তায়, ভবনের দেয়াল ও জানালা কাঁপে উঠে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান নিযুক্ত জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইয়েভজেনি বালিটস্কি যে এলাকায় থাকেন, সেখানে বিস্ফোরণটি ঘটেছে।

রুশ বাহিনী ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে শহরটি দখল করে নেয়। কিন্তু তার পর থেকে বাসিন্দাদের সঙ্গে রুশ বাহিনীর প্রচণ্ড গোলাগুলি চলছে।

শেয়ার করুন