২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৩৪:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস কর্মসূচি পালিত
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দুগ্ধপান কর্মসূচি পালিত হয়েছে।  

বুধবার (১ জুন) দুপুর ১২ টার দিকে রামগাঁতী মল্লিকা সানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা হল রুমে প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপিপি) সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস কর্মসূচি পালিত হয় এবং ছাত্র ছাত্রীর মাঝে দুগ্ধ প্যাকেট বিতর করা হয়েছে।

উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা প্রানীসম্পদ বিভাগ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

এসময় উপস্থিত ছিলেন, মল্লিকা সানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোছা. লাকী ইসলাম, সোহেল রানা, মাসুদ রানা,আবুল বাসার, রেজোয়ান ইসলাম, জাকারিয়া ম্যাডাম, প্রধান শিক্ষক, মোঃ আতিকুর রহমান আতিক, সিরাজগঞ্জ সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী প্রমুখ।

শেয়ার করুন