২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৩০:৩৪ পূর্বাহ্ন
বিএনপির আইনজীবীদের বাধার মুখে ভোটগ্রহণ বন্ধ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
বিএনপির আইনজীবীদের বাধার মুখে ভোটগ্রহণ বন্ধ

বিএনপিপন্থী আইনজীবীরা 'গ্রহণযোগ্য' ব্যক্তির অধীনে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে ভোটকেন্দ্রে বিক্ষোভ করছেন। এ কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বার্ষিক নির্বাচনে ভোটদান এখনও শুরু করা হয়নি।

এসসিবিএ চত্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে আইনশৃংখলা বাহিনী সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে—এমন ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এসসিবিএর সভাপতি ও সম্পাদকসহ ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির ২ দিনব্যাপী বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল আজ বুধবার সকাল ১০টায়। আইনজীবীরা লাইনে দাঁড়ালেও ভোটগ্রহণ শুরু করা হয়নি।

অ্যাডভোকেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এসসিবিএ অডিটোরিয়ামে ভোটকেন্দ্রে অবস্থান করছেন।

গতকাল সন্ধ্যায় এসসিবিএ সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দুলালের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এসসিবিএ নির্বাহী পরিষদ এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে।

এর আগে এসসিবিএ নেতারা সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট মো. মুনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। কিন্তু ব্যক্তিগত জটিলতায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বিএনপিপন্থী আইনজীবীরা সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন।

তফসিল অনুযায়ী বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমদিনের ভোট শুরু হলেও বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে তা বন্ধ রয়েছে। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ।

বুধবার সকাল ৮টার আগে থেকেই ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন আইনজীবীরা। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। এরপর থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থি আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, সকালে ভোটগ্রহণ শুরু হলে বিএনপিপন্থি আইনজীবীরা আমাদের বাধা দেন। আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে। তাদের দাবি নির্বাচন কমিশন ঠিক না হলে তারা ভোট হতে দেবেন না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল বলেন, সাধারণ আইনজীবীদের চাপের মুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমাদের দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন না হওয়া পর্যন্ত এ নির্বাচন হতে পারে না।

শেয়ার করুন