২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১২:৩৩ অপরাহ্ন
বিজিবির অভিযানে ২৪৪ বোতল ফেনসিডিল জব্দ
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
বিজিবির অভিযানে ২৪৪ বোতল ফেনসিডিল জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি অভিযান চালিয়ে ২৪৪ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য আটক করে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলসহ মাদকদ্রব্য আটক করে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.আব্দুল হামিদ,পিএসসি জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে চকচন্ডি বিওপির টহল কমান্ডার সুবেদার মো.ইদ্রিস আলীর নেতৃত্বে উপজেলার চককালু সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। অপর দিকে বুধবার ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দোগড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করে। এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাগল দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী তেরগাতী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৮ বোতল অফিসার্স চয়েস মদ আটক করে।

শেয়ার করুন