১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৯:২৪ পূর্বাহ্ন
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই নার্স বরখাস্ত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৬
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই নার্স বরখাস্ত

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া নার্সরা হলেন— নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।

আদেশে বলা হয়, ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হলে জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা ও নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয় এবং তা কর্তৃপক্ষের নজরে আসে।

আদেশে আরও উল্লেখ করা হয়, অপারেশন থিয়েটার একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা হওয়া সত্ত্বেও সেখানে রান্নার মতো কর্মকাণ্ড রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণের মৌলিক নীতির পরিপন্থি। এতে সংশ্লিষ্ট হাসপাতালের সুনাম ও নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এছাড়া, ওই দুই কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষার দায়িত্বে থাকলেও অনভিপ্রেত এই কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর তদারকি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হন বলে আদেশে উল্লেখ করা হয়। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এবং বিধি ১২(১) অনুসারে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর স্বার্থে আদেশ জারির তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এদিকে, ঘটনায় হাসপাতালের আরও কয়েকজন নার্স ও চিকিৎসকের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও শুধুমাত্র ভিডিওতে দৃশ্যমান দুই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

সেবাগ্রহীতা আদনান আরাফাত বলেন, “দুই বছরের বেশি সময় ধরে অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর জায়গায় অনিয়ম চললেও কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুধু ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় নার্সদের পাশাপাশি গাইনি বিভাগের চিকিৎসকরাও জড়িত। এমন দায়সারা পদক্ষেপে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।”

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই নার্সের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছেন তারা। বিষয়টি নিয়ে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন