২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৭:৩৩ অপরাহ্ন
রামেক হাসপাতালে আগুন
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
রামেক হাসপাতালে আগুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার (২১ জুন) সকলা সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩১ ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক লোড নিতে না পারায় ফিডার বক্সে শট সার্কিটের কারনে আগুল লেগে যায়। এতে করে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আগুন লাগার ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তার গুলো পুড়ে গেছে। আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তার কাজটি করছি বলে জানান।

শেয়ার করুন