০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ১১:১৭:৪৬ অপরাহ্ন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার হয়েছে।


রোববার গ‌ভীর রা‌তে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের তাদের নিজ বাড়ি থেকে দুজনকেই গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।


রাব্বি চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা উভয় একই এলাকার বাসিন্দা। সে চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।


পুলিশ জানায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাব্বীর বাড়িতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কারণে তাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।


সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদল‌তে প্রেরণ করা হ‌বে। 


শেয়ার করুন