২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০২:৪১:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৫
রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শফিকুল মোল্লা (৫১)। তিনি শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার মৃত রসিম মোল্লার ছেলে।


গতকাল বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—শফিকুল ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। তথ্য পেয়ে ডিবির দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে।


পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, বিক্রির উদ্দেশ্যে তিনি এসব ট্যাবলেট নিজের কাছে রেখেছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন